নানা আয়োজনে উদযাপিত হয়েছে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনের আরোহনের প্লাটিনাম জয়ন্তী। ব্রিটেন জুড়ে আয়োজিত এসব আয়োজন হৃদয় ছুঁয়ে গেছে রানীর।
১৯৫২ সালে বাবার মৃত্যুর পর ব্রিটেনের সিংহাসনে আরোহন করেন রানী। স্বাস্থ্যগত কারণে ৯৬ বছর বয়সী রানি সব অনুষ্ঠানে থাকতে পারেননি। তবে তার শুভকামনা সবার সঙ্গে ছিল বলে জানিয়েছেন তিনি। ধন্যবাদ জ্ঞাপন করে এক চিঠিতে রানী এ তথ্য জানিয়েছেন।
রানী দ্বিতীয় এলিজাবেথ আরও জানিয়েছেন, পরিবারের সহযোগিতায় তিনি ব্রিটেনের রানীর দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন
Leave a Reply