1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

বৈশাখী মেলায় একটুকরো বাংলাদেশ দেখল সিডনিবাসী

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২২৪ Time View

মহামারি করোনার দীর্ঘ প্রতীক্ষার পর সিডনিতে বাঙালিদের প্রাণের উৎসব ঐতিহ্যবাহী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। সম্ভাব্য বৃষ্টির কারণে কয়েকবার তারিখ পরিবর্তনের পর অবশেষে ব্যাংকসটাউন প্যাসওয়েতে আয়োজিত হলো প্রাণের বৈশাখী মেলা। ব্যাংকসটাউন প্যাসওয়ে হয়ে গিয়েছিল একটুকরো বাংলাদেশ। গতকাল ২৮ মে (শনিবার) বঙ্গবন্ধু পরিষদ সিডনি, অস্ট্রেলিয়ার উদ্যোগে এ মেলা আয়োজিত হয়।

২০ বছর ধরে বঙ্গবন্ধু পরিষদ সিডনি প্রবাসে বৈশাখী মেলার আয়োজন করে আসছে। এই সংগঠনের সাধারণ সম্পাদক ও মেলা কমিটির আহ্বায়ক গাউসুল আলম শাহজাদা বলেন, অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া ও বেড়ে ওঠা বাংলাদেশি নতুন প্রজন্মকে জাতির ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও এর ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেওয়াই এই মেলার অন্যতম প্রধান উদ্দেশ্য। তিনি স্পন্সর, সংগঠক, সাংবাদিকসহ সকল স্বেচ্ছাসেককে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী বছর ২০২৩ সালের ১৮ মার্চ একই ভেন্যুতে ‘বৈশাখী মেলা’র তারিখ ঘোষণা করেন তিনি। এ ছাড়াও মেলাকে সাফল্যমণ্ডিত করতে বঙ্গবন্ধু পরিষদ সিডনি, অস্ট্রেলিয়ার সভাপতি ড. মাসুদুল হক এবং মিডিয়া সমন্বয়কারী ও মেলা ক্রোড়পত্রের সম্পাদক ডক্টর রতন কুণ্ডু ও প্রবাসী কমিউনিটির সার্বিক সহযোগিতার কথা তুলে ধরেন।

এবারের মেলা প্রাঙ্গণ দর্শক-অতিথিতে ছিল কানায় কানায় পূর্ণ। শুধু অস্ট্রেলিয়াপ্রবাসী বাঙালিরাই নয়, অন্যান্য ভাষাভাষী অতিথিদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। সিডনির দূর-দূরান্ত থেকেও মেলায় অগণিত দর্শকের সমাগম ঘটে। অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট শিশু থেকে শুরু করে প্রবীণরা, বিশেষ করে নারীরা বৈশাখী সাজে সজ্জিত হয়ে মেলায় অংশ নেয়।

মেলায় উপস্থিত হয়েছিলেন প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সিডনি থেকে প্রকাশিত অনলাইন ও পত্রিকার সম্পাদক ও টিভি সাংবাদিক, লেখক, সাহিত্যিক, কবি ও সুধীসমাজসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। অনেকেই বলছেন, ‘ব্যাংকসটাউন প্যাসওয়ে’ নয়, এ যেন প্রবাসে বাংলা মায়ের রূপ। মাগরিবের নামাজের বিরতির পর অতিথিরা মঞ্চে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি ডক্টর মোহাম্মাদ সিরাজুল হক ও বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. রতন কুণ্ডু।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুফিউর রহমানের প্রতিনিধি কমার্শিয়াল কাউন্সিলর সাইফুল্লাহ, উইন্ডি লিন্ডসে এমপি, ব্যাংকসটাউন-ক্যান্টারবারি সিটি কাউন্সিলের কাউন্সিলর কার্ল সালেহ, স্ট্রেথফিল্ড সিটি কাউন্সিলের কাউন্সিলর রাজ দত্ত, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক প্রদ্যুৎ সিং চুন্নু, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল মতিন, বাসভূমি টেলিভিশনের পরিচালক আকিদুল ইসলাম, সিটি অব ক্যাম্পবেলটাউনের কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ প্রমুখ।

আলোচনা পর্বের পর যুঁই চৌধুরী ও হেমার উপস্থাপনায় এবং সঞ্জয় টাবুর মিউজিক, লাইটিং ও সাউন্ডের তত্ত্বাবধানে শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চলে রাত ১০টা পর্যন্ত। অংশগ্রহণ করেন সিডনির স্থানীয় শিল্পীরা। বাংলাদেশ থেকে আগত মেলার অন্যতম আকর্ষণ ফোকসম্রাজ্ঞী মমতাজ বেগম একের পর এক সংগীত পরিবেশন করে মেলার দর্শকদের সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন। আর দর্শকরাও গানের তালে তালে হেলেদুলে নেচে মেলা প্রাঙ্গণ মুখরিত করে তোলে।

ঐতিহ্যবাহী এই ‘বৈশাখী মেলা’ প্রাঙ্গণের চারদিক ঘিরে ছিল বাঙালি খাবার ও দেশীয় পোশাকের নানাবিধ স্টল। খাবারের স্টলগুলোতে ছিল নানা ধরনের মুখরোচক দেশীয় খাবারসহ পুরি, চটপটি, পেঁয়াজু, হালিম, জিলাপি, শিঙাড়া বিরিয়ানিসহ রকমারি পিঠা ও মিষ্টি। তৈরি পোশাকের স্টলগুলোতে ছিল সালোয়ার-কামিজ, জামদানি ও অন্যান্য তাঁতের শাড়ির বিপুল সমাহার।

এ উপলক্ষে একটি বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করা হয়। মেলায় বিভিন্ন রকমের রাইড বড় দর্শকদের যেমন গ্রাম্য নাগরদোলার স্মৃতি মনে করিয়ে দিয়েছে, তেমনি ছোট ছোট বাচ্চাদের সারাবেলা আনন্দে মাতিয়ে রেখেছিল। এ মেলায় নামাজের জন্যও আলাদা ব্যবস্থা করা হয়েছিল। বর্ণিল আতশবাজির মাধ্যমে রাত ১০টায় মেলার সমাপ্তি করা হয়।

সুত্র- কালের কন্ঠ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain