ইউক্রেনের নভোতোশকিভকা গ্রামটি যুদ্ধে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী লুহানস্ক প্রজাতন্ত্র সোমবার একটি ভিডিও প্রকাশ করে। সেই ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন বলছে, তারা ভিডিওটির ভূ-অবস্থান এবং সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছেন।
খবর অনুসারে, লুহানস্ক অঞ্চলে অবস্থিত ছোট গ্রাম নভোতোশকিভকা গ্রামটি পূর্বে খুবই ঘনবসতিপূর্ণ ছিল। রাশিয়া এবং ইউক্রেন বাহিনীর মধ্যে যুদ্ধে গ্রামটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দাবি করেছে, পিছু হটার সময় ইউক্রেন বাহিনী শহরটি উড়িয়ে দিয়েছে।
ইউক্রেন নিয়ন্ত্রণাধীন লুহানস্কের আঞ্চলিক প্রশাসক সারহি হায়দায় শহরটি থেকে তাদের বাহিনীর পিছু হটার তথ্য নিশ্চিত করেছেন। তবে তার দাবি— অব্যাহত বিমান হামলা চালিয়ে রুশ বাহিনী গ্রামটি ধ্বংস করে দিয়েছে।
সোমবার ইউক্রেনের টেলিভিশনে হায়দায় বলেন, দুর্ভাগ্যজনকভাবে নভোতোশকিভকায় কোনো বাড়ি অবশিষ্ট নেই। আমাদের সেনারা সামান্য পিছু হটেছে, কিন্তু খুব বেশি নয়। পিছু হটার কারণ সম্পর্কে তিনি বলেন, সেখানে ধরে রাখার কিছুই নেই।
সিএনএনের খবরে বলা হয়েছে, গত এক সপ্তাহ যাবত নভোতোশকিভকা গ্রামে প্রচণ্ড যুদ্ধ সংঘটিত হচ্ছে। ইউক্রেন সরকার এবং লুহানস্কের আঞ্চলিক প্রশাসন বলছে, রুশ সেনারা শহরটি একাধিকবার দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
Leave a Reply