কানাডার বিমানবাহিনী অভিযোগ করেছে চীনের যুদ্ধবিমান তাদের বিমানের পাইলটদের তাড়া করা এবং ভয়ভীতি দেখিয়েছে।
কানাডার বিমানটি উত্তর কোরিয়ার সীমান্তে জাতিসংঘের নিষেধাজ্ঞা নিশ্চিতে টহল দিচ্ছিল, যেন অবৈধ উপায়ে নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়ায় জাহাজ বা যে কোনো পথে কোনো কিছু প্রবেশ না করতে পারে।
বুধবার একটি বিবৃতিতে কানাডার বিমানবাহিনী জানিয়েছে, কিছু ঘটনায় চীনের বিমান কানাডার বিমানের এত কাছে চলে এসেছিল যে বাধ্য হয়ে তাদের পাইলটকে পথ পরিবর্তন করতে হয়েছে। পাইলট ভয় পেয়ে গিয়েছিলেন, চীনের বিমানটির সঙ্গে হয়ত তার বিমানটির মুখোমুখি সংঘর্ষ হবে।
তারা জানিয়েছে, ঘটনাগুলো ঘটেছে ২৬ এপ্রিল থেকে ২৬ মে এর মধ্যে।
বিবৃতিতে তারা আরও বলেছে, চীনের বিমানগুলো আন্তর্জাতিক নীতি মানেনি। এ ঘটনাগুলো ছিল অপেশাদার এবং কানাডার বিমানের পাইলটের নিরাপত্তা হুমকিতে ফেলে দেয়।
কানাডার পক্ষ থেকে জানানো হয়েছে, জাতিসংঘের নিষেধাজ্ঞা মিশনে চীনের বিমানের এমন আচরণ বৃদ্ধি পেয়েছে এবং অনেকবার ঘটেছে। তারা জানিয়েছে, এসব ঘটনা কূটনৈতিকভাবে চীনকে জানানো হয়েছে।
তবে চীন এ অভিযোগের ব্যাপারে এখনো কোনো কিছু বলেনি। তবে তারা জানিয়েছে, উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ যেসব নিষেধাজ্ঞা দিয়েছে তারা সেগুলো কার্যকর করে।
কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার উদ্যোগ নিয়ে জাতিসংঘে প্রস্তাব আনে। কিন্তু নিরাপত্তা পরিষদের দুই সদস্য চীন ও রাশিয়া এতে ভেটো দেয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বুধবার একটি প্রেস ব্রিফিংয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে নিষেধাজ্ঞার মাত্রা বাড়ানো সমস্যার সমাধান করবে না।
সূত্র: যুগান্তর
Leave a Reply