1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

‘ইউরোপের হৃৎপিণ্ড’ ইউক্রেনের যে বিষয়গুলো অজানা

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৭ Time View

রাশিয়ান সেনারা বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে একটি বিশেষ অভিযান পরিচালনা করার ঘোষণা দেওয়ার পরই তিনদিক থেকে হামলা চালায় রাশিয়ার সৈন্যরা। দ্বিতীয় ব্শ্বিযুদ্ধের পর এটা ইউরোপের কোনো দেশে সবচেয়ে বড় হামলা। এ নিয়ে বিশ্বজুড়েই চরম উদ্বেগ দেখা দিয়েছে।

ইউক্রেন এমন একটি দেশ যার রয়েছে বৈচিত্র্যময় ও সুন্দর ভূদৃশ্য, সংরক্ষিত সংস্কৃতি ও ঐতিহ্যে। তবে দেশটি রাশিয়ান সমর্থিত বিচ্ছিন্নতাবাদীর সঙ্গে গত আট বছর ধরে সংঘাতে লিপ্ত ও বিপর্যস্ত।

অনেক মানুষই আছেন যারা ইউরোপের এ দেশটি সম্পর্কে বেশি কিছু জানেন না। অনেকে শুধু এটির পতাকা ও প্রতিবেশীদের সঙ্গে সংঘাত সম্পর্কেই জানেন। তাই ইউক্রেন সম্পর্কে পাঠকদের জন্য কিছু অজানা ও মজার বিষয় তুলে ধরা হলো-

১. স্থলভাগের হিসেবে ইউক্রেন ইউরোপের বৃহত্তম দেশ। দেশটির মোট আয়তন ছয় লাখ তিন হাজার ৫৪৮ বর্গকিমি।
২. ইউরেনিয়াম আকরিকের প্রমাণিত পুনরুদ্ধারযোগ্য মজুদের ক্ষেত্রে ইউরোপে দেশটির অবস্থান প্রথম।
৩. টাইটানিয়াম আকরিক মজুদের ক্ষেত্রে ইউরোপে দ্বিতীয় ও বিশ্বে দশম।
৪. ম্যাঙ্গানিজ আকরিক মজুদের দিক থেকে এটির অবস্থান বিশ্বে দ্বিতীয়।
৫. লৌহ আকরিক মজুদে বিশ্বে দ্বিতীয় (৩০ বিলিয়ন টন)
৬. পারদ আকরিক মজুদের ক্ষেত্রে ইউরোপে দ্বিতীয়।
৭. শেল গ্যাস সংরক্ষণে ইউরোপে তৃতীয়, বিশ্বে ১৩তম (২২ ট্রিলিয়ন ঘনমিটার)।
৮. কয়লা মজুদে বিশ্বে অষ্টম স্থান।
৯. আবাদযোগ্য জমির ক্ষেত্রে ইউরোপে প্রথম।
১০. সূর্যমুখী ও সূর্যমুখী তেল রপ্তানিতে বিশ্বে প্রথম।
১১. যব উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে চতুর্থ।
১২. ভুট্টা উৎপাদনে বিশ্বে পঞ্চম ও রপ্তানিতে চতুর্থ।
১৩. রাই উৎপাদনে বিশ্বে চতুর্থ।
১৪. মৌমাছি উৎপাদনে বিশ্বে পঞ্চম।
১৫. মুরগির ডিম উৎপাদনে বিশ্বে নবম।
১৬. ইউরোপে দ্বিতীয় ও বিশ্বে চতুর্থ বৃহত্তম প্রাকৃতিক গ্যাস পাইপলাইন ব্যবস্থা।
১৭. পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ক্ষমতার দিক থেকে ইউরোপে দ্বিতীয় বৃহত্তম ও বিশ্বে সপ্তম।
১৮. রেল নেটওয়ার্কের দৈর্ঘ্য ভিত্তিতে ইউরোপে চতুর্থ ও বিশ্বের ১৩তম।
১৯. বিশ্বের পঞ্চম বৃহত্তম লোহা রপ্তানিকারক দেশ।
২০. টাইটানিয়াম রপ্তানিতে বিশ্বে পঞ্চম।
২১. প্রতিরক্ষা শিল্প পণ্য রপ্তানিতে বিশ্বে ১২তম।
২২. বিশ্বের ১২তম বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain