বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রæয়ারি ২০২২, সোমবার সকাল ৭:৩০ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে বাউবি’র রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক টি.এম আহমেদ হুসেইন-এর নেতৃত্বে উপ-আঞ্চলিক পরিচালক মোহাঃ আবু বাককার, উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মোছাঃ মোরশেদা খাতুন, সহকারী আঞ্চলিক পরিচালক তানিয়া তালুকদার, সহকারী আঞ্চলিক পরিচালক উম্মে সালমা নাজিফা, সহকারী পরিচালক আবু তালেব হোসেন, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মোহাঃ ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা (পরীক্ষা) মো. আরিফুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সেকশন অফিসার মোসাঃ আকলিমা খাতুন, মোঃ ওয়ালিদ-উল-ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ পুস্পস্তবক অর্পন করে ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। একই সাথে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন পাবনা, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রে একযোগে জাতীয় পতাকা অর্ধনমিতকরন ও কালো পতাকা উত্তোলন করা হয়।
Leave a Reply