রাজশাহীর তানোরে হেরোইনসহ ২জনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। এরা হলেন তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামের মুনসুর আলীর পুত্র মাসুদ রানা (২৬) ও নারায়নপুর গ্রামের জালাল উদ্দীনের পুত্র আবু সাইম নয়ন (৩১)।
শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই নাসির উদ্দীন সংগীয় ফোর্সসহ তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামে অভিযান চালিয়ে ১৬পুরিয়া হেরোইনসহ ২ জনকে গ্রেপ্তার করেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, এঘটনায় তানোর থানার এসআই নাসির উদ্দিন বাদি হয়ে ২জনকে আসামী করে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন এই মামলার ১ নং আসামী মাসুদ রানার বিরুদ্ধে আরো একটি মামলা বিচারাধীন রয়েছে।
Leave a Reply