ওয়ার্কার্স পার্টি আইনজীবী পরিষদের সাথে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন উপলক্ষে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পূর্ণাঙ্গ প্যানেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মহানগরীর একটি রেস্তোরাঁর কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পংকজ দে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টি আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাড. সুশান্ত সরকার। এতে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী কোর্টের আইনজীবী অ্যাড. হামিদুল হক, অ্যাড. আব্দুল ওয়াহাব জেমস, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।
এ সময় আগামী নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী অ্যাড. ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাড. একরামুল হক সহ প্যানেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন অ্যাড. এন্তাজুল হক বাবু।
সভায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলকে সম্পূর্ণ সমর্থন দিয়ে ওয়ার্কার্স পার্টি আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ ও উপস্থিত বক্তারা বলেন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মধ্য দিয়ে আজকে যে ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্যকে আগামী নির্বাচনে জয়ী করার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। আগামী দিনে একটি অসাম্প্রদায়িক বার অ্যাসোসিয়েশন গড়ে তোলার লক্ষ্যে এবং আইনজীবীদের স্বার্থ রক্ষায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সবসময় বদ্ধপরিকর।
Leave a Reply