1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

গ্রাহকের ৩ কোটি টাকা নিয়ে উধাও পোস্টমাস্টার ও পোস্টম্যান

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭০ Time View

পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি সাব পোস্ট অফিসে গ্রাহকদের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন পোস্টম্যান ও পোস্টমাস্টার। এ ঘটনায় বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পোস্টম্যান মোহাম্মদ নূর হোসেন বকুল ও পোস্টমাস্টার আব্দুল্লাহ আল মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পাবনার ডিপিএমজি (ডেপুটি পোস্টমাস্টার জেনারেল) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত পোস্টম্যান মোহাম্মদ নূর হোসেন বকুলের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে এবং পোস্টমাস্টারের বাড়ি পাবনা সদর উপজেলার দিঘী গোহাইলবাড়ী গ্রামে।

পাবনা প্রধান ডাকঘরের পরিদর্শক আব্দুল মোত্তালেব, পরিদর্শক শাহীন জোবায়ের ও সহকারী পরিদর্শক মনিরুজ্জামানের সমন্বয়ে তিন সদস্যের গঠিত তদন্ত কমিটি প্রাথমিক তদন্তে পোস্টম্যান মোহাম্মদ নূর হোসেন বকুল ও পোস্ট মাস্টার আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়। বৃহস্পতিবার (১০ ফেব্রয়ারি) রাতে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ এনে পোস্টম্যান মোহাম্মদ নূর হোসেন বকুল ও পোস্টমাস্টার আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে আমিনপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী গ্রাহক উপজেলার সাগরকান্দি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শ্রী প্রদীপ কুমার কুন্ডুর স্ত্রী পুর্ণিমা রাণী কুন্ডু।

মামলার সত্যতা নিশ্চিত করেছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী। এর আগে বৃহস্পতিবার উত্তরাঞ্চল রাজশাহীর পোস্টমাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলামসহ বিভাগীয় কর্মকর্তরা সাগরকান্দি গিয়ে প্রতারণার শিকার গ্রাহকদের সঙ্গে কথা বলেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

এ সময় পাবনা ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আনোয়ার হোসেন জানান, প্রাথমিক তদন্তে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে অভিযুক্তদের বিরুদ্ধে।

তিনি জানান, পোস্ট অফিসের সঙ্গে ওই মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের কোনো ধরনের সম্পর্ক নেই। বইতে তাদের লোগো ব্যবহার করা হয়েছে। মূলত প্রত্যন্ত অঞ্চলের সহজ সরল মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

গত ৩০ জানুয়ারি থেকে ভুক্তভোগী গ্রাহকরা তাদের সঙ্গে প্রতারণার বিষয়টি জানতে পেরে টাকা ফেরত দেওয়ার দাবিতে সাগরকান্দি সাব পোস্ট অফিসে ভীড় করতে থাকেন। খবর পেয়ে পাবনা প্রধান ডাকঘরের কর্মকর্তারা গিয়ে প্রতারণার শিকার গ্রাহকদের টাকা পোস্টমাস্টার আব্দুল্লাহ আল মাহমুদ ও পোস্টম্যান মোহাম্মদ নূর হোসেন বকুলের কাছ থেকে ফেরত দেওয়ার আশ্বাস দেন।

এরপর পাবনার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল স্বাক্ষরিত স্মারক নং- ১৪.৩১.৭৬০০.৩৪৮.২৭.০৩৩.২১ -৩০-০১-২০২২ ইং তারিখে পোস্টমাস্টার আব্দুল্লাহ আল মাহমুদকে সাতবাড়িয়া পোস্ট অফিসে বদলি করা হয়।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, সাগরকান্দি ইউনিয়নের পোস্টমাস্টার আব্দুল্লাহ আল মাহমুদের যোগসাজশে প্রায় ৩ কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন পোস্টম্যান মোহাম্মদ নূর হোসেন বকুল।

এ বিষয়ে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী বলেন, তিনিও বিষয়টি জেনেছেন। অভিযুক্তরেদর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain