গোপনে পকেট কমিটি গঠন, নিয়োগ বানিজ্য, নিয়ম বর্হিভুত ভাবে বিদ্যালয়ের বাগান, মার্কেটের দোকান ঘরের ভাড়া উত্তোলন করে আত্মসাতসহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বাদুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলীর বিরুদ্ধে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ শিক্ষা বিষযক সকল কার্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিভাবকদের পক্ষে সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও বর্তমান অভিভাবক মোঃ জাহাঙ্গীর আলম।
অভিযোগে তিনি দাবি করেছেন, অভিভাবক ও এলাকাবাসীকে না জানিয়ে গোপনে বিদ্যালয় পরিচালনা পকেট কমিটি করেছেন প্রধান শিক্ষক। তিনি প্রথমবার ৪/১১/২০২০ ইং এবং দ্বিতীয়বার ৫/৬/২২ ইং তারিখে শিক্ষা বোর্ড থেকে এডহক কমিটি নিয়ে এসেছেন। এরপর গোপনে কাউকে না জানিয়ে পকেট কমিটি করেছেন নিয়োগ বানিজ্য করার জন্য।
আরও একজন অভিভাবক মোঃ শহিদুল্লাহ বলেন- বাদুড়িয়া উচ্চ বিদ্যালয়ে আামার মেয়ে পড়া-লেখা করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী নিয়ম বহির্ভূত ভাবে বিদ্যালয়ের বাগান ও মার্কেটের দোকান ঘর ভাড়ার টাকাসহ অনেক কিছুই আত্মসাত করে যাচ্ছেন। এ বিষয়ে এলাকার লোকজন তার উপর অসন্তষ্ট।
মুঠোফোনে অনেক চেষ্টা করে অভিযুক্ত প্রধান শিক্ষক বাবর আলীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
চারঘাট উপজেলা নিবার্হী কর্মকর্তা ডেনাইটসংবাদ২৪ডটকমকে বলেন, অভিযোগের ব্যাপারে আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নেয়া হবে।
Leave a Reply