সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মাক্স পরা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাক্স পরা বাধ্যতামূলক করার নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশনাটি সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধান এবং জেলা উপজেলা শিক্ষা শিক্ষা কর্মকর্তাদের পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
বুধবার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা অফিসগুলোতে পাঠানো নির্দেশনাটি প্রকাশ করেছে অধিদপ্তর।
এর আগে গত ৩১ জুলাই সব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে মাস্ক পরা বাধ্যতামূলক করে আদেশ জারি করেছিলো শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সে নির্দেশনাটি গত ৮ আগস্ট সব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা অফিসগুলোতে পাঠায় অধিদপ্তর। বুধবার তা প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়েছে, কোভিড-১৯ বিস্তার মোকাবিলায় সব দপ্তর-সংস্থাসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্র ছাত্রীদের মাস্ক পরিধানের বাধ্যবাধকতা আরোপসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো। আদেশটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ইউজিসিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠিয়েছিল মন্ত্রণালয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো চিঠিতে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
Leave a Reply