রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে এক কলেজ অধ্যক্ষকে পেটানোর অভিযোগ প্রসঙ্গে স্পিকারের স্মরণাপন্ন হবে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রী বলেন, যদি কোনো সংসদ সদস্য এ ধরনের কাজে যুক্ত থাকেন সেই সংসদ সদস্যের বিরুদ্ধে মন্ত্রণালয় হিসেবে আমরা কোনো ব্যবস্থা নিতে পারব না। তবে আমরা মাননীয় স্পিকারের শরণাপন্ন হতে পারি এবং তার কাছে একটি সমাধান চাইতে পারি। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনে যেই পথ অনুসরণ করব।
রোববার (১৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের হাতে শিক্ষকরা নানাভাবে লাঞ্ছিত হচ্ছেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, করোনা পরবর্তী সময়ে বিশ্বব্যাপী সব জায়গায়ই অসহিষ্ণুতা একটু বেড়েছে। মানুষ নানা ধরনের টেনশন ও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। আর সে কারণে মনোবিজ্ঞানীরাও বলেছেন, করোনার পরবর্তী সময়ে অনেক মানুষই অসহিষ্ণু আচরন করছেন।
এছাড়াও এমনিতে বয়ঃসন্ধিকাল ও তার পরবর্তী সময় একটা ঝঞ্জাবিক্ষুব্দ সময়। সেই সময়ে আচরণগত নানা সমস্যা প্রকাশ পায়। বিষয়গুলো আমরা দেখছি। তা যেন না ঘটে সেই চেষ্টা করছি।
তিনি বলেন, বিশ্বের সব জায়গায় শিক্ষকরা অনন্য মর্যাদার আসনে আছেন। আমরা আমাদের দেশের শিক্ষকদেরও সেই আসনে দেখতে চাই। আমরা চাইনা তাদের কোনোভাবে তাদের মর্যাদা ভুলন্ঠিত হোক, কোথায় নিগ্রহ কিংবা শারীরিক-মানসিক লাঞ্ছিত হোন। যেখানেই এরকম ঘটনা ঘটছে, আমরা সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।
কিছু ব্যবস্থা হয়ত আমাদের হাতে আছে। আবার ফৌজদারি ঘটনাগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতের হাতে। ফৌজদারি বিষয়গুলোতে মন্ত্রণালয়ের কিছু করার নেই। আমরা চাচ্ছি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে একটা সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি করতে।
Leave a Reply