জোনায়েদ সাকি এবং গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়কারী মারুফ হাসান রুমি, ছাত্র ফেডারেশন নেতা সৃধামসহ গণতন্ত্র মঞ্চের নেতাদের উপর হামলার প্রতিবাদে রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী জেলা গণসংহতি আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ বিষয়ে স্থানীয় নেতারা তাদের https://www.facebook.com/mdjewel.rana.92 ফেজবুকে একটি পোষ্ট দিয়েছেন। তাদের বক্তব্য হুবহু তুলে দেওয়া হলো-
জোনায়েদ সাকি এবং গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়কারী মারুফ হাসান রুমি, ছাত্র ফেডারেশন নেতা সৃধামসহ গণতন্ত্র মঞ্চের নেতাদের উপর হামলার প্রতিবাদে রাজশাহী জেলা গণসংহতি আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। -জিরো পয়েন্ট, সাহেব বাজার, রাজশাহী।
✓গার্মেন্ট শ্রমিকরা বেতন চাইলে চাকরি হারানোর হুমকি শুনতে হবে।
✓অগ্নিকান্ড-হত্যাকান্ডের দায়ী আওয়ামী নেতাদের বিচার চাইলে রক্তাক্ত হতে হবে।
✓রিপোর্টাররা সব জানলেও হামলাকারী ছাত্রলীগের নাম বলতে পারবেনা, চাকরি হারানোর ভয়ে।
এইরকম ফ্যাসিবাদী বাংলাদেশের জন্য কি আমাদের উত্তর প্রজন্মের মানুষেরা এতো আত্মত্যাগ গেছেন? জয়বাংলা স্লোগান দিয়ে কারা যেনো হামলা করলো?
জনগণের অভূতপূর্ব উত্থানের মাধ্যমেই আমরা গণতান্ত্রিক বাংলাদেশ কায়েম করবো, এই ফ্যাসিবাদী সরকারের কবর রচনা করবো। “গণতন্ত্র মঞ্চ” গঠিত হয়েছে এই প্রত্যয় নিয়েই, জনগণের আস্থা ভালোবাসা নিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা লড়াইয়ের শুরু হয়েছে।
প্রিয় দেশবাসী, সারাদেশে আজকের বিক্ষোভ কর্মসূচিতে যোগদিন সফল করুন।
Leave a Reply