রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ একটি চোরাই অটোরিক্সা উদ্ধার সহ চোরকে গ্রেফতার করেছে।
গত ৪ জুন শনিবার কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর গুড়িপাড়ার উম্মাহাতুন মুমিনিয়া মাদ্রাসা এর সামনে পাকা রাস্তার উপর অটোরিক্সা উদ্ধার সহ চোর রনি ইসলাম (৩৩), পিতা-মোঃ আজিজুল ইসলাম, গ্রাম-ভাটাপাড়া, থানা-রাজপাড়া, মহানগর রাজশাহী-কে গ্রেফতার করে।
অটোরিক্সার চালক মোঃ রাসেল আলি সেখ (৩৫), পিতা-মৃত তোহির উদ্দিন শেখ বলেন, ০৪ জুন বিকাল অনুমান ০৩.১০ ঘটিকার সময় কাশিয়াডাঙ্গা থানাধীন গুড়িপাড়া তার বাড়ীর সামনে তার ব্যাটারি চালিত অটোরিক্সা রেখে দুপুরের খাবার খাওয়ার জন্য বাসায় প্রবেশ করে এবং বিকাল অনুমান ০৩.৪০ ঘটিকায় খাবার খেয়ে বাসার সামনে এসে দেখতে পান অটোরিক্সাটি নাই। তাৎক্ষনিক তিনি আশে-পাশে খোজাখুঁজি করতে থাকলে লোকমুখে সংবাদ পান যে, কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর গুড়িপাড়ার উম্মাহাতুন মুমিনিয়া মাদ্রাসা এর সামনে পাকা রাস্তার উপর তার ভাড়ায় চালিত অটোরিক্সাটি চোরসহ স্থানীয় লোকজন আটক করেছে। তখন তিনি ও তার অটোরিক্সার মালিক মোঃ সম্রাট আলী (৩৮), পিতা-মৃত মাইনুদ্দিন, উম্মাহাতুন মুমিনিয়া মাদ্রসা এর সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হয়ে অটোরিক্সাটি সনাক্ত করেন।
তিনি আরো বলেন, চোর রনি ইসলাম (৩৩) তার ব্যাটারি চালিত অটোরিক্সাটি ঠেলে নিয়ে যাচ্ছিল। তখন সেখানে উপস্থিত লোকজনের সন্দেহ হওয়ায় আসামী রনি ইসলামকে থামাইয়া অটোরিক্সাটি কোথায় নিয়ে যাচ্ছে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় অটোরিক্সার চাবি হারাইয়া গিয়াছে তাই ঠেলে নিয়ে যাচ্ছে। তখন তারা তাকে আটক করে।
কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বলেন, সংবাদ পাইয়া ঘটনাস্থলে আমরা হাজির হইয়া জিজ্ঞাসাবাদে উক্ত আটককৃত আসামী অটোরিক্সা চুরির ঘটনার কথা স্বীকার করে, তখন তার হেফাজত হতে উক্ত চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Leave a Reply