সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডের বকেয়া বেতন দিতে ৬৯৭ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ৫১৩টি উপজেলার শিক্ষকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ ও অন্যান্য খরচ মেটাতে এ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ১৪ জুনের মধ্যে যেসব শিক্ষকের বকেয়া বেতন নির্ধারণ করা হয়েছে তাদের বকেয়া অবশ্যই পরিশোধ করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ টাকা ব্যয়ের ক্ষমতা উপজেলা শিক্ষা কর্মকর্তাদের দিয়ে আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তর বলছে, ২০২১-২২ অর্থবছরে রাজস্ব বাজেটে সরকারি প্রাথমিক বিদ্যালয় খাতে পাওয়া বরাদ্দ থেকে ৬৯৭ কোটি ৭৮ লাখ ৮৯ হাজার টাকা ৫১৩টি উপজেলা শিক্ষা অফিসের আওতায় কর্মরত শিক্ষকদের বেতনভাতা ও অন্যান্য খাতের ব্যয় নির্বহের জন্য ঘাটতি বাজেটে বরাদ্দ ও মঞ্জুরি দেয়া হয়েছে এবং উপজেলা শিক্ষা অফিসারকে এ টাকা বিধিমোতাবেক ব্যয়ের ক্ষমতা দেয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, এ ব্যয় ২০২১-২২ অর্থবছরের রাজস্ব বাজেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খাতে বরাদ্দকৃত টাকা থেকে মেটানো হবে। এ টাকা সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে। যেকোনো প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন ব্যয়ন কর্মখর্তার ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
Leave a Reply