ময়মনসিংহে মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার ও সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৭ মে) বিকেলে নিয়মিত মামলায় তাদের ময়মনসিংহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।
এর আগে সোমবার (১৬ মে) রাতে নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস দমন আইনে নিয়মিত মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ১২ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
Leave a Reply