সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ৫ হাজার ১৬৬টি পদ হচ্ছে। সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের এসব শিক্ষক পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি জানিয়েছে। ২ হাজার ৫৮৩টি সঙ্গীত বিষয়ের সহকারী শিক্ষক ও ২ হাজার ৫৮৩টি শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষককের পদ সৃষ্টি হচ্ছে।
রোববার রাতে এসব পদ সৃষ্টিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মিজানুর রহমান।
সম্মতি দিলেও জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, এসব পদের বিষয়ে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি গ্রহণ করতে হবে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে বেতন স্কেল নির্ধারণ করতে হবে। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে।
শর্ত অনুসারে, যে তারিখ থেকে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে পদ সৃজনের সরকারি আদেশ জারি করা হবে সে তারিখ থেকে পদগুলো সৃজিত হবে। সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক পদগুলো নিয়োগ বিধিমালায় অন্তর্ভুক্ত করে নিয়োগ দিতে হবে।
গত ৮ মে তারিখে পদগুলো সৃজনে সম্মতি জানিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার রাতে এ সংক্রান্ত আদেশটি প্রকাশ পায়। জনপ্রাশসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত আদেশটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রোববার রাতে সিনিয়র সহকারী সচিব মো. মিজানুর রহমান বলেন, প্রাথমিকের ৫ হাজারের বেশি শিক্ষক পদ সৃজনে সম্মতি দেয়া হয়েছে। এ বিষয়ে আদেশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এসব পদসৃজনের শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় আরও বলেছে, পদ সৃজনের চূড়ান্ত আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেয়া সব শর্ত উল্লেখ করতে হবে। পদ সৃজনের অর্থবিভাগের সম্মতিপত্রের কটি ও প্রাশাসনিক মন্ত্রণালয়ের পদ সৃজনের আদেশের পৃষ্ঠাংকনকৃত কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাতে হবে।
Leave a Reply