আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।
বৃহস্পতিবার ২৮ এপ্রিল রাত সাড়ে ৮ টায় নগর ভবনে সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তাবৃন্দ সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ড. এবিএম শরীফ উদ্দিনের নেতৃত্বে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এ সময় সিটি কর্পোরেশনের সচিব মোঃ মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত্ববাধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply