মুক্তিযুদ্ধ জাদুঘরের এক্সপোজিশন অব ইয়ং ফিল্ম ট্যালেন্টস ২০২২ এর আসরে ‘বেস্ট ফিল্ম প্রজেক্ট অ্যাওয়ার্ড’ জিতেছে মাসউদুর রহমানের প্রস্তাবিত তথ্যচিত্র ‘দ্য স্ক্র্যাপ’ বা ‘জঞ্জাল’।
‘দ্য স্ক্র্যাপ’ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ধ্বংস হওয়া একটি জাহাজের টিকে থাকার গল্প, যা ৩৭ বছর পর উদ্ধার করা হয়।
পুরস্কার হিসেবে তথ্যচিত্রটি নির্মাণের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা অনুদান সহায়তা দেওয়া হবে।
নির্মাতা মাসউদুর রহমান বলেন, ‘দ্য স্ক্র্যাপ’ আমার দীর্ঘদিনের স্বপ্ন। এই পুরস্কার জীবনের একটি বিশেষ অর্জন। এই প্রাপ্তি কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে।
মাসউদুর রহমান বর্তমানে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পারফর্মিং আর্টস প্রোগ্রামের ফ্যাকাল্টি এবং কো-অর্ডিনেটর হিসেবে কাজ করে যাচ্ছেন।
১০ম লিবারেশন ডকফেস্টের কর্মসূচির অংশ হিসেবে এবারের আসরে ৩০টি তথ্যচিত্র বাছাই করা হয়। পরে বাছাই করা তথ্যচিত্র নির্মাতাদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর। সেখান থেকে দ্বিতীয় পর্যায়ে ১২টি এবং নির্মাতাদের নিয়ে আরেকটি কর্মশালার পর চূড়ান্তভাবে চারটি তথ্যচিত্র পুরস্কৃত করা হয়।
মাসউদুর রহমানের ‘দ্য স্ক্র্যাপ’ ছাড়াও একই আসরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্র্যান্ট ও ঢাকা ডক ল্যাব অ্যাওয়ার্ড জিতেছে লাবনী আশরাফি, শামসুল ইসলাম স্বপন এবং জাফর মুহাম্মদের তিনটি তথ্যচিত্র।
Leave a Reply