নতুন করে দেওয়া মার্কিন নিষেধাজ্ঞায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের পরিবার এবং বড় ব্যাংকগুলোর পাশাপাশি নাম এসেছে ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের।
তারা হলেন- ৩৬ বছর বয়সী মারিয়া ভোরনসোভা এবং ৩৫ বছর বয়সী কেটেরিনা টিখোনভা। মার্কিন একজন কর্মকর্তা বলেছেন, আমরা বিশ্বাস করি যে- পুতিনের অনেক সম্পদ তার পরিবারের সদস্যদের কাছে লুক্কায়িত রয়েছে এবং সে কারণেই আমরা ওই সদস্যদের টার্গেট করেছি।
মারিয়া ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেছেন।
তিনি সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছেন এবং মস্কো বিশ্ববিদ্যালয়ে ওষুধের ওপর পড়াশোনা করেছেন। মারিয়া বিয়ে করেছেন ডাচ ব্যবসায়ী জরিত জোস্ট ফ্যাসেনকে। ইউক্রেনে রুশ হামলার ঘটনায় বাবাকে সমর্থন করেন তিনি।
যুক্তরাষ্ট্র বলেছে, মারিয়া রুশ সরকারের অর্থায়নে পরিচালিত প্রগ্রামগুলোর নেতৃত্ব দেন। বংশাণুবিজ্ঞান গবেষণার জন্য ক্রেমলিন থেকে বিলিয়ন ডলার পেয়েছেন তিনি। ভ্লাদিমির পুতিনের জ্ঞাতসারেই সেসব কাজ করেন মারিয়া।
ছোট মেয়ে কেটেরিনা তার বড় বোনের তুলনায় জনসাধারণের চোখের সামনে অনেক বেশি ছিলেন। নৃত্যশিল্পী হিসেবে প্রতিভার কারণে এমনটি হয়েছে। তিনি এবং তার সঙ্গী ২০১৩ সালে একটি আন্তর্জাতিক ইভেন্টে পঞ্চম স্থানে ছিলেন।
ওই বছরই তিনি কাইরিল শামালভকে বিয়ে করেন। ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের বন্ধুর ছেলে কাইরিল। তাদের বিয়ে সেন্ট পিটার্সবার্গের কাছেই দারুণ এক স্কি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছিল।
রাশিয়ার জ্বালানি খাতে ভূমিকার জন্য ২০১৮ সালে শামালভকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে, বিয়ের পর শামালভের ভাগ্যের ব্যাপক উন্নতি হয়েছে।
বুধবার ঘোষিত মার্কিন নিষেধাজ্ঞায় বলা হয়েছে, পুতিনের মেয়ে কেটেরিনা একজন প্রযুক্তি কর্মকর্তা। রুশ সরকার এবং প্রতিরক্ষা শিল্পকে সমর্থন করে তার কাজ।
যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে, পুতিন এবং তার অনেক বন্ধু এবং ধনকুবেররা তাদের সম্পদ লুকিয়ে রাখেন। পরিবারের সদস্যদের নামে এসব সম্পদ তারা লুকিয়ে রাখেন। তাদের সম্পদ এভাবে মার্কিন আর্থিক ব্যবস্থা এবং বিশ্বের অন্যান্য অনেক অংশে রাখার নজির রয়েছে।
সূত্রঃ কালের কণ্ঠ
Leave a Reply