সদ্য শেষ হওয়া আইপিএলে স্বপ্নের ফর্মে ছিলেন হার্দিক পাণ্ডিয়া। আবির্ভাবেই গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছেন। ব্যাটে-বলে সফল পাণ্ডিয়া। গুজরাটের সর্বোচ্চ স্কোরার তিনিই। ১৫ ম্যাচে ৪৮৭ রান করেন। গড় ৪৪.২৭। বল হাতেও ৮ উইকেট নেন। যার মধ্যে তিনটি উইকেট নিয়েছেন ফাইনালে। ফাইনালে ম্যাচের সেরাও হন গুজরাটের এই নেতা।
এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন হার্দিক। তার আগে ভারতের সাবেক অধিনায়ক মোমহম্মদ আজহারউদ্দিনের থেকে বিশেষ বার্তা পেলেন ভারতীয় এই অলরাউন্ডার। দারুণ কামব্যাক করলেও, তার থেকে ধারাবাহিকতা আশা করছেন তিনি।
আজহারউদ্দিন বলেন, ‘তার ক্ষমতা আছে। ভারতীয় দলের হয়ে ভাল পারফর্ম করেছে। কিন্তু চোটের জন্য ধারাবাহিকভাবে দলের সদস্য ছিল না। তবে সে এখন ফিরে এসেছে। চার ওভার করে বল করছে। তবে সে কতদিন বল করতে পারবে সেই বিষয়ে নিশ্চিত নয়। তবে আমরা চাইব সে বল করুক, কারণ হার্দিক অলরাউন্ডার। আইপিএল ফাইনালে সে ম্যাচের রং বদলে দিয়েছিল। চার ওভারে ৩ উইকেট নেয়। এরপর দ্রুত ৩৪ রান করে। প্রতিভা আছে তবে তাকে ধারাবাহিক হতে হবে।
২০২১ সালে দুবাইয়ে টি-২০ বিশ্বকাপে শেষবার ভারতের জার্সিতে দেখা যায় হার্দিককে। আবার সেই পুরোনো পাণ্ডিয়াকে ফিরিয়ে দিতে চান ভারতীয় অলরাউন্ডার।
সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন
Leave a Reply