সরকারের দুর্নীতি-অযোগ্যতা আর ব্যর্থতাকে কারণে সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ৭ জুন দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ দুর্ঘটনার জন্য সরকারের অবহেলা, সমন্বয়হীনতা ও অযোগ্যতা দায়ী। সর্বক্ষেত্রে দুর্নীতি, অযোগ্যতা, জবাবদিহিহীনতার কারণেই এতগুলো প্রাণ চলে গেলে এবং সামগ্রিক ক্ষতি হলো।
কনটেইনার ডিপো যেটা তৈরি করা হয়েছে তার কিছু রুলস-রেগুলেশন আছে, সরকারের কনট্রোলিং অথোরিটি আছে যারা এসব নিয়ন্ত্রণ করবে। দুর্ভাগ্যজনকভাবে এগুলো কেউ মনিটরিং করে না। যাদের দায়িত্ব আছে সমন্বয় করা, ঠিক মতো পালিত হচ্ছে কিনা সেগুলো করে না। যে করণেই এসব দুর্ঘটনা ঘটছে।
সরকারের কোনো জবাবদিহিতা নেই- অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এই সরকারের কোনো জবাবদিহিতা করতে হয় না। পার্লামেন্টে তাদের জবাব দিতে হয় না। যে কারণে লাগাহীনভাবে যা ইচ্ছা করে চলেছে এবং তাদের সাথে যারা আছে, মদদপুষ্ট যারা আছে যাদেরকে দায়িত্ব দিয়েছে তারাও কিন্তু সরকারের কাছে কোনো জবাব দেয় না। এটাই মূল কথাটা।
রাষ্ট্র কাজ করছে না, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে না। আমি এটা প্রায়ই বলি এটা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। বিকজ দ্যা স্টেট ইজ নট ফানশানিং দ্যা মিশিনারি ইজ নট ফানশানিং এবং কেউ কারো কাছে জবাবদিহিতা নাই তো, যা যা কিছু করে চলেছে। তাই আজকে এই অবস্থা তৈরি হয়েছে, বলেন তিনি।
বিস্ফোরণে নিহতের পরিবার ও অগ্নিদগ্ধ আহতের পাশে দাঁড়ানোর জন্য দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।
সূত্র : কালের কন্ঠ
Leave a Reply