জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজার জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের এফ গ্রুপ আসনে বিজয়ী এ্যাড. মো. একরামুল হক।
বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচনে বিজয়ী হওয়া উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মে) দুপুর আড়াইটায় শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজার জিয়ারত করা হয়। মাজার জিয়ারত শেষে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান বিজয়ী এ্যাড. মো. একরামুল হক। রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখা পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন এ্যাড. মো. একরামুল হক ও আইনজীবীবৃন্দ। এ সময় এ্যাড. মো. ইব্রাহিম হোসেন, এ্যাড. আসলাম সরকার, এ্যাড. মো. মুসাব্বিরুল ইসলাম, এ্যাড. রাশেদুন নবী আহসান, এ্যাড. শামীম আকতার হৃদয়, মমিনুল ইসলাম, এ্যাড. জিয়াউর রহমান, এ্যাড. সাহেমান আলী, এ্যাড. শামীমা আখতারী খাতুন, এ্যাড. আফরোজা নাজনীন, এ্যাড. সোমাসহ অন্যান্য আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply