রাজশাহী মহানগরীতে দেড় কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টায় শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর গ্রামের মো. আবু হোসেনের ছেলে মো. আ. হাকিম (৩৬) ও মৃত শাহজাহান আলীর ছেলে মো. বাবু (৩৭)। শুক্রবার (০১ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিট্রন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ৩১ মার্চ সন্ধ্যা পৌনে ৬ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. আশিক ইকবাল, এসআই মো. মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় ২ ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। পরে ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যা ৬টায় ঘটনাস্থল থেকে আসামী হাকিম ও বাবুকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Leave a Reply