1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

রাজশাহী মহানগরীতে অটোরিকশা চুরির সংঘবদ্ধ চক্রের সদস্য আটক

রাজশাহী প্রতিনিধি :
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১৫৮ Time View

মহানগরীতে অটোরিকশা চুরির সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে আটক করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।

এসময় আটককৃত আসামিদের কাছ থেকে চুরি যাওয়া অটোরিকশা, ৪ টি ব্যাটারি, ও অন্যান্য চোরাইকৃত অটোরিকশার অংশ বিশেষ উদ্ধার হয়েছে।

আটককৃতরা হলো নগরীর দামকুড়া থানার শিতলাইয়ের রফিকুল ইসলামের ছেলে আল-আমিন (২০), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাকল বাড়ির মৃত রহিম মন্ডলের ছেলে মালেক মন্ডল (৫৫) ও মালেকের স্ত্রী ফাহিমা বেগম (৪০)। সোমবার ২ মে বেলা ১২ টায় চন্দ্রিমা থানায় উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

আরএমপি’র সূত্রে জানা যায়, নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনীর মো: শামিম গত ২৫ এপ্রিল বিকেল ৩ টায় তার ব্যবহৃত অটোরিকশা প্রতিদিনের মত চালিয়ে বাড়ির সামনে রেখে ভিতরে যায়।বাড়ির ভিতরে কাজ শেষ করে আধা ঘন্টা পরে বাহিরে এসে দেখে তার অটোরিকশাটি নাই। এ ব্যপারে শামীম চন্দ্রিমা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনের তত্ত্বাবধানে চন্দ্রিমা থানা পুলিশ আসামিদের নাম ঠিকানা ও অবস্থান সনাক্তপূর্বক চুরি যাওয়া অটোরিকশা উদ্ধারে অভিযান শুরু করেন।পরবর্তীতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেনের নেতৃত্বে এসআই প্লাবন কুমার সাহা ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১ মে বিকেল ৪টার বোয়ালিয়া থানার রাজশাহী রেলওয়ে স্টেশন মোড় হতে আসামি আল-আমিনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি আল-আমিনের দেওয়া তথ্যমত সন্ধ্যা ৬ টায় জেলার গোদাগাড়ী থানার কাকল বাড়ি আদর্শ গ্রামে অভিযান পরিচালনা করে আসামি মালেক মন্ডল ও তার স্ত্রী ফাহিমা বেগমকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে চুরি যাওয়া অটোরিকশা, ৪ টি ব্যাটারি, ও অন্যান্য চোরাইকৃত অটোরিকশার অংশ বিশেষ উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি আল-আমিন জানায়, সে অটোরিকশাটি চুরি করে আসামি মালেক মন্ডল ও মালেকের স্ত্রী ফাহিমার কাছে বিক্রি করে। আসামি মালেক ও তার স্ত্রী ফাহিমা চোরাই জেনেও অটোরিকশা ক্রয় করার কথা স্বীকার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain