রাজশাহীর বাঘায় ৩৪১ বোতল ফেন্সিডিলসহ শুকুর আলী (২০) নামের এক ট্রলি চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোর ৪টার দিকে বাঘা বঙ্গবন্ধু চত্বর থেকে তাকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের মালিয়ানদহ গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে শুকুর আলী নামের এক যুবক আলাইপুর থেকে বালুবাহি ট্রলিতে করে ৩৪১ বোতল ফেন্সিডিল নিয়ে বাঘা বঙ্গবন্ধু চত্বরে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার পুলিশ ট্রলির গতিরোধ করে তল্লাসি চালায়। এই তল্লাসিতে তিনটি সাদা প্লাষ্ট্রিকের ব্যাগে রাখা ফেন্সিডিল ও ট্রলি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, আটক শুকুর আলীর নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদাদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply