1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

রাজশাহীর দামকুড়া এলাকার সেই পুকুর খনন বন্ধ

রাজশাহী প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৭৬ Time View

রাজশাহীর দামকুড়া থানা এলাকার আলোকছত্র গ্রামে রাতে পুকুর খননের সংবাদ প্রচারের পর প্রশাসনের পক্ষ থেকে তা বন্ধ করে দেয়া হয়েছে। এলাকাবাসী এ ঘটনায় সন্তুষ্ট প্রকাশ করেছে। এ তথ্য নিশ্চিৎ করেছেন পবা উপজেলার নির্বাহী অফিসার লসমী চাকমা।

এলাকাবাসীর অভিযোগ ছিলো, রাজশাহীর দামকুড়া থানা এলাকার আলোকছত্র গ্রামে অবৈধভাবে তিন ফসলি জমি ধ্বংস করে পুকুর খননের কাজ করছিলো। স্থানীয় সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা বিন্দারামপুর গ্রামের ইব্রাহিম হোসেন এবং তার সহযোগি স্থানীয় ছাত্রদল নেতা শীতলাই গোবিন্দপুর গ্রামের আজাহার আলীর ছেলে হাবিবর রহমানের নেতৃত্বে আলোকছত্র গ্রামের সোহেল, বিন্দারামপুর গ্রামের রাকিব ও গোবিন্দপুর গ্রামের সুজনসহ বেশ কিছু ব্যক্তি এ কাজের সাথে জড়িতো রয়েছে।

খবর পেয়ে বুধবার রাতে ভিডিও চিত্র ধারণ ও সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সাংবাদিকের উপর হামলা চালানো হয়। পুকুর খননকারি স্থানীয় বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে এ হামলা করে সাংবাদিককে লাঞ্ছিত করাসহ তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে। একই সঙ্গে কেড়ে নেয়া হয় তার ব্যবহৃত মোটরসাইকেল। ঘটনা স্থলে উপস্থিত হয়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম তোতা মোবাইল ও মোটরসাইকেল ফেরত দেন ও তাদের উদ্ধার করেন।

উল্লেখ্য, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে এমন খবর পেয়ে সংবাদ সংগ্রহে যান কয়েকটি পত্রিকার প্রধান প্রতিবেদকসহ তিনজন। সেখানে গিয়ে রাতে অবৈধ পুকুর খননের লাইভ সংবাদ প্রচার করে। সংবাদ প্রচার ও সংগ্রহ করে ফেরার পথে পুকুর খননকারি স্থানীয় সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা বিন্দারামপুর গ্রামের ইব্রাহিম হোসেন এবং তার সহযোগি স্থানীয় ছাত্রদল নেতা শীতলাই গোবিন্দপুর গ্রামের আজাহার আলীর ছেলে হাবিবর রহমানের নেতৃত্বে আলোকছত্র গ্রামের সোহেল, বিন্দারামপুর গ্রামের রাকিব ও গোবিন্দপুর গ্রামের সুজনসহ ১০/১৫ জন সাংবাদিক মুরাদুল ইসলামসহ তিনজনকে ঘিরে ধরে।

এ সময় যুবদল নেতা হাবিব জানায় পবা উপজেলা নিবাহী কর্মকর্তা ও দামকুড়া থানার ওসিকে টাকা দিয়ে পুকুর খনন করা হচ্ছে। তাতে তোদের কি। এ ধরণের কথা বলে সাংবাদিকদের অকথ্যভাষায় গালাগালি করা হয়। যার অডিও রেকর্ড এই সংবাদিকের কাছে রয়েছে।

এ বিষয় পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা বলেন, সাংবাদিকের উপরে হামলার ঘটনাটি খুব দুঃখ জনক। বিষয়টি তদন্ত করে ওই অবৈধ পুকুর খননের কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain