রাজশাহীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় চালানো এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৮ জুলাই) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এদের মধ্যে বোয়ালিয়া থেকে চারজন, রাজপাড়া থেকে চারজন, চন্দ্রিমা থেকে দুজন, কাটাখালী থেকে একজন, বেলপুকুর থেকে একজন, শাহ মখদুম থেকে একজন, পবা থেকে দুজন, কাশিয়াডাঙ্গা থেকে দুজন, দামকুড়া থেকে একজন ও ডিবি পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারদের মধ্যে সাতজন ওয়ারেন্টভুক্ত আসামি। বাকি ১৩ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে প্রায় ৩৮ গ্রাম হেরোইন, ১০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫০ পিস ট্যাপেন্টাডল, ৭৫ গ্রাম গাঁজা ও দুটি গাঁজার গাছ উদ্ধার হয়।
Leave a Reply