1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

রাইসুল এইচ চৌধুরীর তিনটি কবিতা

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৫৩ Time View

১.

এমন একটা সময় ছিল

এমন একটা সময় ছিল, আমার শরীর স্পর্শ করে তুমি বলে দিতে পারতে;
আমার বুকের নদীতে কী রকম কষ্টেরা খেলা করছে
বুকের বাতাসে অক্সিজেনের মাত্রাটা কতটুকু কমেছে,
আমার শরীরের পাঁজরে হতাশার ঘুণ পোকাটা,
কত মাত্রায় আমাকে নিরন্তর দংশন করে যাচ্ছে,
শরীরের ভাঁজে ভাঁজে হাহাকারের সাইরেনটা কতটা প্রকট;
আমাকে স্পর্শ করে অনায়াসে তুমি তা বুঝতে পারতে।

এমন একটা সময় ছিলে, তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলে দিতে পারতে;
আমি দিনের পর দিন, মাসের পর মাস
বছরের পর বছর দাঁড়িয়ে থাকতে থাকতে
গাঁয়ের মাঝরাস্তায় দাঁড়িয়ে থাকা বুড়ো বটগাছটার মতো কতটা ক্লান্ত, কতোটা পরিশ্রান্ত;
নায়ের হাটের বৃদ্ধ কামারের লোহা গরম করার মতো;
আমার হৃৎপিণ্ডটা কতটা উষ্ণ, কতটা লাল টকটকে হয়ে গেছে;
তোমার অবহেলায়, তোমার অনাদরে,
জলজ প্রাণীর মতো জলহীন থাকতে-থাকতে;
আমার আঁখিপল্লব কতটা বিরান হয়েছে,
তোমার মখমলে চঞ্চুর আঘাতে-আঘাতে
ক্ষত-বিক্ষত বায়ুকুঠুরি,
আমার স্থাবর-অস্থাবর, আমার সকল চাওয়া-পাওয়া দিনে দিনে কতটা বেড়েছে-
মুদির দোকানের বাকির খাতায় জমা পড়া
হিসেবের মতো।

এমন একটা সময় ছিল, আমার হেঁটে যাওয়া দেখলেই তুমি বুঝতে পারতে;
আমার পায়ের আঙুলের ভাঁজে লুকোনো কষ্টগুলো জমতে-জমতে
আমার শিড়দাঁড়া বেয়ে কী করে পৌঁছে গেছে মাথার খুলিতে;
তারপর মস্তিষ্কের নিউরনগুলোকে ক্ষত-বিক্ষত করে;
আমার হৃদয়ের বাম অলিন্দ থেকে রক্ত সঞ্চালন বন্ধ করে দিয়ে,
আমাকে কী করে রক্তশূন্য করেছে!

এমন একটা সময় ছিল, আমার শরীরের ঘ্রাণ শুঁকে দিয়ে
তুমি নির্দ্ধিধায় বলে দিতে পারতে এ তাবৎ সংসারের সকল লেনাদেনা।

২.
বোস কেবিন

নীলিমা, বহুদিন পর আজ বোস কেবিনে
চায়ের আড্ডায় মাতোয়ারা বিকেলে
মনে পড়ে গেল তোমার চোখের মাঝে বোনা সব স্বপ্নগাথা
পরোটার ঝাঁজে কথা হতো চোখের ইশারায় লুকোচুরি
প্রেম-প্রেম খেলেছি দু’জনে কী যে অবলীলায়!
কথার ছলে ছলে তোমাকে বার বার ছুঁয়ে দেওয়া,
এ ছিল আড্ডার ছলে যেন তোমাকে নিবিড় কাছে পাওয়া।

নীলিমা, চায়ের কাপে ঝড় তোলা সেই বোস কেবিনে,
ইট-পাথরের দালান আর তোমার স্পর্শমাখা চেয়ারে
আজও যেন আমি খুঁজে পাই তোমার সেই মিষ্টি হাতের ছোঁয়া
হাতে-হাত রেখে রাত-দিন আড্ডায় কত স্বপ্নের জাল বোনা!
হোস্টেল থেকে পালিয়ে তুমি ছুটে আসতে বোস কেবিনে
আমি পা বাড়াতাম ঊর্ধ্বশ্বাসে তোমাকে দু’দণ্ড কাছে পেতে।

নীলিমা, বোস কেবিনের চায়ের কাপে কত মানুষ আজও ঝড় তোলে,
কত মানুষ স্বপ্ন দেখে আজও তার প্রিয়জনকে নিয়ে
কত আন্দোলন দানা বেঁধেছে এই বোস কেবিনের টেবিলে,
সোহরাওয়ার্দী, সুভাষচন্দ্র বসু, বঙ্গবন্ধু আর ভাসানী
কত নামকরা বিখ্যাত মানুষের এখানে পড়েছে পদধূলি।

নীলিমা, আজও কি তোমার মনে পড়ে আমায় কোনো এক রোদেলা দুপুরে;
বোস কেবিনের দেওয়ালে দেওয়ালে সাজানো স্মৃতির ভিড়ে,
সবকিছু আছে আগেরই মতো তুমি শুধু হলে পরবাসী
কংক্রিটের এই নিয়ন শহরে নীলিমা, তোমায় আজও খুঁজে ফিরি।

৩.
জানে অন্তর্যামী

মেঘবালিকা, কতটা ভালোবাসি তোকে
আমার হাত জানে,
হাতের আঙুল জানে,
আঙুলের নখ জানে,
জানে আপাদমস্তক।
চোখের দৃষ্টি,
চোখের পাতা
চোখের পাপড়ি
চোখের কাজল জানে
কতটা ভালোবাসি তোকে।

মেঘবালিকা, এ বুকের হৃৎপিণ্ড জানে
হৃৎস্পন্দন জানে
জানে বায়ুকুঠরি
আমার অলিন্দ-নিলয় জানে
জানে শিরা-উপশিরা
ধমনী-মহাধমনী জানে
কতটা ভালোবাসি তোকে।

মেঘবালিকা, আমার লোহিত রক্তকণিকা
রক্তের হিমোগ্লোবিন জানে
জানে অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা
আমার নিঃশ্বাস-প্রশ্বাস জানে
কতটা ভালোবাসি তোকে।

মেঘবালিকা, আমার বুকের প্রতিটি পাঁজর জানে
জানে মস্তিষ্ক, আমার পা জানে
জানে পায়ের আঙুল
আঙুলের নখ
কতটা পথ আমি পাড়ি দিয়েছি
শুধু তোকে ভালোবাসি বলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain