আজ শুক্রবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এবার নির্বাচনের দুইটি প্যানেল নির্বাচন করছেন। একটি ইলিয়াস কাঞ্চন নিপুণ ও অন্যটি মিশা-জায়েদ প্যানেল।
মিশা-জায়েদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়ছেন অভিনেতা ডিপজল। শুক্রবার সকালে ভোট গ্রহণের শুরুতেই নিজের ভোট দিয়েছেন তিনি।
ভোট দিয়ে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বলে মন্তব্য করেন।
ডিপজল বলেন, ‘এবারের নির্বাচনের পরিবেশ বেশ সুন্দর। আরাম পাচ্ছি। বাইরের লোক নেই। শিল্পীরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন সকাল থেকেই। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে।’
নির্বাচনে আসা প্রসঙ্গে ডিপজল বলেন, ‘চলচ্চিত্রের মানুষের জন্য সবসময় কাজ করেছি। আগামীতেও করবো। সেই কাজটি আরও সুন্দরভাবে করার জন্যই নির্বাচন করা।’
Leave a Reply