বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার চেক রোববার ছাড় হয়েছে। এবারও ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর শতভাগ উৎসব ভাতার আশা পূরণ হলো না।
শিক্ষক-কর্মচারীরা এবারও খণ্ডিত উৎসব ভাতা পাচ্ছেন। স্কুল কলেজের শিক্ষকদের মূল বেতনের ২৫ শতাংশ ও কর্মচারীদের ৫০ শতাংশ উৎসব ভাতা দিতে সরকারের ২১১ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় হবে। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত উৎসব ভাতার টাকা তুলতে পারবেন।
স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৩৩৪১/৪ তারিখ ২৪/৪/২০২২
এদিকে চলতি সপ্তাহের শেষে স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের চেক ছাড় হলেও শিক্ষকরা আসন্ন ঈদুল ফিতরের পর তা তুলতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্র দৈনিক আমাদের বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, স্কুল কলেজ শিক্ষকদের উৎসব ভাতা ও এপ্রিলের জিও বা সরকারি আদেশ গত বৃহস্পতিবার জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। চলতি বছর স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাবদ ২১১ কোটি ৯৬ লাখ টাকা এবং এপ্রিল মাসের এমপিও বাবদ ৭৩৯ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ের সরকারি মঞ্জুরি দেয়া হয়েছে।
এদিকে আগামী বৃহস্পতিবারের (২৮ এপ্রিল) পর ঈদের ব্যাংক খোলা নেই। কিন্তু ২৯ ও ৩০ এপ্রিল সাপ্তহিক ছুটি। আর আগামী ২ থেকে ৪ মে তিন দিন ঈদের ছুটি। তাই শিক্ষক- কর্মচারীদের এপ্রিলের এমপিওর চেক ঈদের আগে ছাড় হলেও শিক্ষকরা ঈদের পর বেতনভাতার টাকা তুলতে পারবেন।
এদিকে গত বৃহস্পতিবার মাদরাসার শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতার চেক ছাড় হয়েছে। এ সপ্তাহে কারিগরি শিক্ষকদের উৎসবভাতার চেক ছাড় হবে বলেও জানিয়েছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা
Leave a Reply