ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছে প্রেমিকা। এ ঘটনায় চম্পট দিয়েছে প্রেমিক। উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের এ ঘটনা ঘটেছে।
রবিবার (২২ মে) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান।
এরআগে শনিবার (২১) রাত থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয় ওই প্রেমিকা।
তিনি জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মেয়েটিকে তার বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও জানান, স্থানীয় কাজিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনের (২৮) সঙ্গে একই গ্রামের এক নারীর তের বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল।
কিন্তু আগামী বৃহস্পতিবার পারিবারিক ভাবে দেলোয়ার হোসেনের বিয়ের দিন ঠিক হয় অন্য জায়গায়।
এমন খবর পেয়ে শনিবার রাতে বিয়ের দাবিতে হাতে বিষ নিয়ে প্রেমিক দেলোয়ার হোসেনের বাড়িতে গিয়ে ওই নারী অনশন শুরু করছে।
অনশনে থাকা ওই নারী বলেন, স্কুল জীবন থেকে দেলোয়ার হোসেনের সঙ্গে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক।
এই সম্পর্কের কারণে বিয়ের আশ্বাসে দেলোয়ারের সঙ্গে আমার একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। এখন অন্য মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে।
এই খবরটি জানতে পেরে আমি তার বাড়িতে এসেছি। এখন সে আমাকে বিয়ে না করে বিষ পান করে এখানেই মরে যাব।
এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও প্রেমিক দেলোয়ার হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply