আরিফুল ইসলাম, রাজশাহী :
পিছিয়ে পড়া, ঝরে যাওয়া, বাধাগ্রস্থ, থমকে থাকা জীবনকে ডিগ্রী অর্জনের মাধ্যমে কর্মমুখী, সচল, স্বার্থক করে মূলস্রোতে ফিরে আসার সুযোগ একমাত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে রয়েছে। যেখানে স্বল্প খরচে ঘরে বসে উচ্চ শিক্ষা অর্জনের সুবর্ণ সুযোগসহ সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত শিক্ষা কার্যক্রম বিস্তৃত করেছে বাউবি। “বয়স পেশা বাধা নয় বাউবি’র শিক্ষা নিয়ে আমরা করবো জয়” এই শ্লোগানে এগিয়ে চলছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্র। রাজশাহী শহর থেকে ১৪/১৫ কি.মি. দূরে অবস্থিত বাউবি’র রাজশাহী আঞ্চলিক কেন্দ্র।
বাউবি’র বৈশিষ্ট্যসমূহ –
সরকারি বিশ্ববিদ্যালয়, সনদ সমমান এবং সরকার অনুমোদিত, পাঠসামগ্রি ফি, উন্মুক্ত ও দূর শিক্ষণ পদ্ধতি, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠান, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মন্ডলির মাধ্যমে সরাসরি ও ভার্চুয়াল/অনলাইন ক্লাশ, ঘরে বসে এবং কর্র্মে নিযুক্ত থেকে অধ্যয়নের সুযোগ, যে কোন বয়স পেশার ব্যক্তি ভর্তি হতে পারবেন, প্রয়োজনে বাউবি’র বিধি মোতাবেক স্টাডি সেন্টার (স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়) পরিবর্তনের সুযোগ রয়েছে, আধুনিক ও ডিজিটাল/অনলাইন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা এবং চূড়ান্ত পরীক্ষার ফল প্রাপ্তি, ই-বুক, বাউবি নড়ঁঃঁনব, বিনঃা, ড়ঢ়বহঃা, বিনৎধফরড়, সড়নরষব ধঢ়ঢ়ং, ভধপবনড়ড়শ, বষবধৎহরহম প্লাটফরম ব্যবহারের সুযোগ রয়েছে। মোট কথা এদেশে দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষাদানের এক অনন্য এবং একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ উš§ুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। যে কোন বয়স পেশার পুরুষ মহিলাগণ এখানে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িনড়ঁ.ধপ.নফ ড়ৎ ড়ংধঢ়ংহব.িনড়ঁ.ধপ.নফ) এ প্রদত্ত তথ্য পূরণ করে বিকাশ/রকেট/ শিওরক্যাশ এর মাধ্যমে বাউবি নির্ধারিত ফি ও সংশ্লিষ্ট চার্জ প্রদান করতে হবে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে চলমান প্রোগ্রামসমূহে ভর্তি চলছে ঃ এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে ভর্তির শেষ সময় ১৫ ফেব্রæয়ারি ২০২২, ডিসিএসএ প্রোগ্রামে আবেদনের শেষ সময় ১২ ফেব্রæয়ারি ২০২২ এবং বিবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামে আবেদনের শেষ সময় ০৭ মে ২০২২।
ভর্তির জন্য বাংলাদেশ উš§ুুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র ও এর আওতাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহে যোগাযোগ করা যেতে পারে ঃ রাজশাহী আঞ্চলিক কেন্দ্র ঃ ০২৪৭-৮০০০০৮, ০১৩০৪-৩৯৭০৫৮, ০১৭৯৩৫৪৯০০, ০১৭২৪১৮১২৫৫, ০১৭১৫৭৮৮৪২২; পাবনা উপ-আঞ্চলিক কেন্দ্র ঃ ০৭৩১-৬৪৭২১, ০১৭১১-০৭০৪৫১; নওগাঁ উপ-আঞ্চলিক কেন্দ্র ঃ ০৭৪১-৬১৭৪৫, ০১৯৯৬-৯২২৫৩৬, ০১৭১২-১৪৪০১৯; নাটোর উপ-আঞ্চলিক কেন্দ্র ঃ ০৭৭১-৬৬৪৬৯, ০১৭১৬-১৬৪৪৩৮; চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্র ঃ ০২৫৮৮৮-৯৪২৬০, ০১৭১২-২৭৮৩৮৭ এবং অনলাইন ভর্তি সংক্রান্ত যে কোন প্রয়োজনে- মো. আরিফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা ০১৭১১-৯৫১৩৭৭ নম্বর যোগাযোগ করা যেতে পারে।
Leave a Reply