টানা চতুর্থ বারের মত এএইচএফ কাপের শিরোপা জিতে হকি র্যাংকিংয়ে সাত ধাপ এগোলো বাংলাদেশ। আসর শুরুর আগে ৩৮ নাম্বারে অবস্থানে থাকলেও টুর্নামেন্ট শেষে বাংলাদেশের বর্তমান অবস্থান ৩১ এ। র্যাংকিংয়ে সবার উপরে অস্ট্রেলিয়া, দ্বিতীয় অবস্থানে বেলজিয়াম এবং তৃতীয় স্থানে নেদারল্যান্ডস। প্রতিবেশী দেশ ভারত চতুর্থ স্থানে।
ইন্দোনেশিয়ার জাকার্তায় আয়োজিত এবারের আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে গ্রুপ পর্বে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। এরপর সিঙ্গাপুরকে ৭-০, ইরানকে ৬-২ এবং সর্বশেষ ওমানকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছিল তারা। আর সেমিফাইনালে কাজাখস্তানকে ৮-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। ফাইনালে ওমানকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। শিরোপা জিতে আসন্ন এশিয়া কাপ ও এশিয়ান গেমসে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
সূত্রঃ কালের কণ্ঠ
Leave a Reply