১.
স্বাধীনতা
স্বাধীনতা , প্রাণের স্বাধীনতা
কাটিয়ে দিয়েছ দীনতা।
বীরের রক্তে লেখা
কাঁঠালিচাঁপা ফুলে দেখা ।
স্বাধীনতা, প্রাণের স্বাধীনতা
মিটিয়ে দিয়েছ হীনতা।
মায়ের কোলে শিশু থাকা
আধো আধো বোলে মাখা ।
স্বাধীনতা, প্রাণের স্বাধীনতা
দিয়েছ মুক্তির বারতা ।
কবিতা, গল্পকথনে
শত শহিদের রক্ত ঘ্রাণে ।
২.
নেতৃত্ব
(উৎসর্গ: প্রিয় আবু সামা ভাইকে)
যোগ্য নেতার খোঁজে ছিলাম
বহুদিন ধরে,
সে আশা আজ পৃর্ণ হলো
মন গেল ভরে।
এগলি- ওগলি, এগ্রাম ওগ্রামে
আপনারই কথা চলছে,
গরিব, দুখী ও মেহনতীরা
খিলখিলিয়ে হাসছে।
শিক্ষা ও কর্মে, শক্তি থাকুক মর্মে
স্মরণীয় হয়ে থাকুন জনমে জনমে।
আপনি বীরবাঙালি, সৎ ও সাহসী
তাইতো আপনাকে বড্ড ভালোবাসী।
৩.
আহ! মানুষ
গলিতে জন্ম আমার
গলির ছেলে আমি!
অথচ গলি চিনলাম না।
প্রতিদিন মানুষের সাথে দেখা হয়
আবার জানাশোনাও আছে,
কালো,ফর্সা,মোটা,চিকন
বেটে, লম্বা হরেক রকমের মানুষের সাথে কথা হয়- অথচ আজও চিনলাম না মানুষকে।
টাকাওয়ালা, টাকাহীন, টুপিওয়ালা, টুপিহীন,
মিথ্যেকে সত্যের পালিশ লাগানো মানুষ আর সত্যকে না বলা মানুষকে দেখলাম শত শত।
অথচ চিনলাম না, চিনতে পারলামও না।
জীবন থেকে পালানোর চেষ্টা করি
অথচ পারি না এই মানুষের জন্য।
কিন্তু চিনলাম না মানুষকে।
চলে যাচ্ছে জীবনের আয়ুষ্কাল,
অথচ চিনলাম না মানুষকে।
Leave a Reply