আবারও রেলক্রসিংয়ে দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের। রেলের লেভেলক্রসিংয়ে দুর্ঘটনা যেন থামছেইনা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের কালীগঞ্জের নলছাটা লেভেলক্রসিংয়ে আড়িখোলা রেলস্টেশনের অদূরে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় এই তিনজন নিহতের দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়িখোলা রেলস্টেশন মাস্টার কামরুল ইসলাম।
দুর্ঘটনায় নিহতরা হলেন গাজিপুরের পূবাইল বড়কয়ের আসাতিয়া এলাকার রাফির ছেলে জাকির (২২), একই এলাকার জাকিরের ছেলে মৃদুল (১৫) এবং নারায়ণগঞ্জের ব্যবসায়ী মহসিন আলি (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজিপুরের কালীগঞ্জের নাগরি এলাকা থেকে তালশাস (পানিতাল) ভর্তি পিকআপটি নলছাটার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে নলছাটা লেভেলক্রসিং অতিক্রমের সময় কিশোরগঞ্জগামী এগারসিন্ধু এক্সপ্রেক্স ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে পিকআপভ্যানটি উল্টে দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
আড়িখোলা রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, নলছটা লেভেলক্রসিংটিতে কোনো গেটম্যান নেই। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের নেওয়ার জন্য রেলপুলিশকে জানানো হয়েছে। পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যপারে প্রয়োজনীয় আনইগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply