বিশ্বে করোনা তাণ্ডব সামাল দিতে কোভিড টিকা আবিষ্কার হলেও তা শিশুদের জন্য উপযুক্ত নয়। বর্তমান টিকা মূলত কিশোর- কিশোরী, তরুণ-তরুণী আর বয়স্কদের জন্য। তাই শিশুদের সুরক্ষা নিশ্চিতে এবার ৫ বছরের কম বয়সী শিশুদের কোভিড টিকার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই আমেরিকার সরকারের কাছে ৫ বছর বয়সের নিচে শিশুদের টিকার আওতায় আনার আবেদন জানানো শুরু করেছে ওষুধ প্রস্তুতকারক সংশ্লিষ্টরা। ফাইজার এবং মর্ডানা এই দুইটি ওষুধ কোম্পানি শিশুদের জন্য এই টিকাকরণের কাজ করছে।
৫ বছরের কম বয়সী শিশুদের জন্য এই টিকাকরণ চালু হলেও সব শিশুই এই টিকা গ্রহণ করতে পারবে না। সদ্যোজাত শিশু থেকে ৬ মাস বয়সের নিচে শিশুরা এই টিকার আওতায় নেই। তাই ৬ মাস বয়স থেকে শুরু করে ৫ বছর বয়সী সব শিশু এই টিকার আওতায় রয়েছে। ৫ বছরের কম বয়সী শিশুদের টিকাকরণ শুরু হলে অবিভাবকদের উদ্বেগ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পূর্ণ বয়স্কদের তুলনায় শিশুদের কোভিড টিকায় কিছুটা পার্থক্য রয়েছে। সাধারণত পূর্ণ বয়স্কদের জন্য এই টিকার দুটি ডোজ গ্রহণ করতে হলেও শিশুদের ক্ষেত্রে এই টিকা গ্রহণ করতে হবে তিনবার। এছাড়া পূর্ণ বয়স্কদের ক্ষেত্রে প্রতিটি টিকার মাত্রা ৩০ মাইক্রোগ্রামের হলেও শিশুদের জন্য এই মাত্রা কমিয়ে এনে করা হয়েছে ৩ মাইক্রোগ্রাম।
সব শিশুর জন্য টিকা উন্মুক্ত করার আগে ট্রায়ালও শেষ হয়েছে। সমীক্ষা বলছে, দুটি টিকা শিশুদের প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে না পারায় তৃতীয় দফায় ১৬০০ শিশুকে তৃতীয় টিকা দেওয়া হয়। এ বিষয়ে গবেষকরা বলেন, তৃতীয় টিকাটি শিশুদের শরীরে করোনার হানা রুখতে বেশ কার্যকর। তাই শিশুদের জন্য তৈরি বিশেষ এই টিকার তিনটি ডোজ নিতে হবে শিশুদের।
শিশুদের ওপর চালানো সমীক্ষার তথ্য বিশ্লেষণ করে ফাইজার জানিয়েছে, শিশুদের ওপর এই টিকার কার্যকারিতা ৮০ দশমিক ৩ শতাংশ কার্যকর। তাই দ্রুত অনুমোদন পেতে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে সমীক্ষার ফলাফল জমা দেওয়ার প্রস্ততি গ্রহণ করেছে ফাইজার কর্তৃপক্ষ। তবে মর্ডানা না ফাইজার কোন সংস্থার টিকা আমেরিকায় আগে গ্রহণযোগ্যতা পাবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
Leave a Reply