অমর একুশের গানের রচয়িতা, বর্ষীয়ান সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
শনিবার (২৮ মে) দুপুরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সাংবাদিকের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ আওয়ামী লীগ। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, এএইচএম খায়রুজ্জামান লিটন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমসহ দলীয় নেতৃবৃন্দ।
দলীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের পর রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পক্ষ থেকে পৃথকভাবে বর্ষীয়ান সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর শ্রদ্ধা নিবেদন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
Leave a Reply