রাজশাহীতে ইউসুফপুর মহাবিদ্যালয়ের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে মহাবিদ্যালয়টি।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮.৩০ টায় মহাবিদ্যালয়টির উদ্যোগে প্রভাতফেরি বের করে এবং ভাষার জন্য জীবনদানকারী সকল শহিদের স্মরণে এক মিনিট নিবরতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জনাব মোঃ নুরুল আমিন, উপাধ্যক্ষ জনাব মোঃ রেজাউল করিম শিল্পী, সকল শিক্ষক- কর্স্বচারীবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
সকাল ৯.৩০ টায় কোরআন তেলাওআত, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা ও শহিদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়।
Leave a Reply