ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, অন্য দেশগুলোতেও আগ্রাসন চালানোর আকাঙ্ক্ষা রয়েছে রাশিয়ার। রাশিয়ার জ্যেষ্ঠ একজন কম্যান্ডারের মন্তব্যের জেরে তিনি এ কথা বলেছেন।
জেলেনস্কি তাঁর নিয়মিত দেওয়া রাতের বক্তব্যে বলেছেন, (রাশিয়ার হামলার) তালিকায় আমরা সবার প্রথমে আছি। এরপর কাদের ওপর হামলা হবে?
এদিকে রাশিয়ার জ্যেষ্ঠ একজন কম্যান্ডার বলেছেন, দক্ষিণ ইউক্রেনের পাশাপাশি পূর্ব দনবাস অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য রয়েছে রাশিয়ার।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে মেজর জেনারেল রুস্তম মিনেকায়েভকে উদ্ধৃত করে বলা হয়েছে, ক্রিমিয়াতে একটি স্থল সেতু তৈরি করার অনুমতিও দেবে মস্কো।
তিনি আরো বলেছেন, এই সেতু তৈরির ফলে মলদোভার রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়াতে মস্কোর প্রবেশে সুবিধা হবে। ট্রান্সনিস্ট্রিয়া হলো ইউক্রেনের সীমান্তবর্তী ছোট অঞ্চল।
মেজর জেনারেল মিনেকায়েভের মন্তব্য ক্রেমলিন থেকে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত কি না, তা স্পষ্ট নয়। তবে ইন্টারফ্যাক্স এবং টাস নিউজ অ্যাজেন্সিসহ রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমেও তাকে ব্যাপকভাবে উদ্ধৃত করে খবর প্রচার করা হয়েছে। তার এই বক্তব্যের জেরেই অন্য দেশে মস্কোর হামলার শঙ্কা দেখছেন জেলেনস্কি।
মলদোভা রুশ জেনারেলের ওই মন্তব্যের জন্য মস্কোর রাষ্ট্রদূতকে তলব করেছে। মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ জেনারেলের মন্তব্যকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছে।
সূত্রঃ কালের কণ্ঠ
Leave a Reply