রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমিনের বিরুদ্ধে অবৈধ অধ্যক্ষ ও সীমাহীন দুর্নীতি/অনিয়মের অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার (২২ আগষ্ট) এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের সাবেক প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য এডভোকেট মোঃ রোকুনুজ্জামান ১. জেলা প্রশাসক, রাজশাহী, ২. উপজেলা নির্বাহী অফিসার, চারঘাট, ৩. ওসি, চারঘাট, রাজশাহী, ৪. অধিনায়ক, র্যাব-৫, রাজশাহী, ৫. উপ-পরিচালক, দুর্নীতি দমন অফিস, রাজশাহী, ৬. ওসি, ডিবি অফিস, রাজশাহী, ৭. চেয়ারম্যান/সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন।
তার অভিযোগের বিষয়- জেলা রাজশাহীর উপজেলা চারঘাট এর অন্তর্গত ইউসুফপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমিন এর ৭,৪২,০০০,০০/- (সাত কোটি বিয়াল্লিশ লক্ষ প্রায়) টাকা আত্বসাৎ ও কলেজের ব্যাপক দুর্নীতি তদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন প্রসঙ্গে। তিনি তার অভিযোগের মধ্যে অবৈধ ভাবে নিয়োগ নিয়ে অধ্যক্ষের পদ আকড়ে ধরে আছেন বলেও জানান।
অভিযোগকারীর অভিযোগ তদন্তের জন্য জেলা প্রশাসক, রাজশাহীর বরাত দিয়ে উপজেলা নির্বাহী অফিসার, চারঘাট, রাজশাহী গত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তারা হলেন- ১. উপজেলা প্রাণী সম্পদ অফিসার, চারঘাট- আহবায়ক, ২. উপজেলা একাডেমিক সুপারভাইজার, চারঘাট-সদস্য ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, চারঘাট, রাজশাহী-সদস্য।
গঠিত কমিটিকে অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করতঃ আগামী ১০ (দশ) কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। তার প্রেক্ষিতে আগামী ১০ সেপ্টেম্বর মঙ্গলবার তদন্ত কমিটি তদন্তের জন্য কলেজে আসার কথা রয়েছে মর্মে অধ্যক্ষ সাহেব সমস্ত শিক্ষক ও কর্মচারীদের কলেজে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।
Leave a Reply